ইসির সামনে সারাদিন অপেক্ষা করেও সার্টিফায়েড কপি না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রার্থী ও তাঁদের সমর্থকেরা।৩১০ জনের আপিল নিষ্পত্তি হওয়া সত্ত্বেও কোনো প্রার্থীকে সার্টিফায়েড কপি দেয়নি নির্বাচন কমিশন (ইসি)।
আজ শুক্রবার সন্ধ্যায় ইসি ভবনের সামনে তারা আপিলের সার্টিফায়েড কপি নেয়ার জন্য অপেক্ষা করেন। বৃহস্পতিবার থেকে প্রার্থীর করা আপিলের শুনানি শুরু হয়। আপিলের শুনানিতে অনেকে প্রার্থিতা ফিরে পেয়েছেন, অনেকে পাননি। উভয় ধরনের প্রার্থীর জন্যই সার্টিফায়েড কপির প্রয়োজন। কারণ যেসব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে, সেসব প্রার্থীর আপিলের সার্টিফায়েড কপি নিজ নিজ দলে জমা দিতে হবে। আর যাঁদের মনোনয়নপত্র অবৈধ বলে রায় হয়েছে, তাঁরা আপিলের সার্টিফায়েড কপি নিয়ে আদালতের দ্বারস্থ হতে পারবেন।
এ বিষয়ে ইসির যুগ্ম সচিব সেলিম মিয়া বলেন, আমরা বসে নেই। আগামীকাল সকাল থেকে সার্টিফায়েড কপি দেয়া শুরু হবে।
বিষয়টি আদালতের মতো। আপনারা জানেন আদালতে একটি সার্টিফায়েড কপি পেতে কত দিন লাগে, এটা অনেকটা সে রকম।