ঢাকা ১০মে: আজ রাত ১০টা ৫৫মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক স্বপ্নগুলো জোনাক পোকার মত। নাটকটি
রচনা করেছেন জাকারিয়া সৌখিন। পরিচালনা করছেন চয়নিকা চৌধুরী।
নাটকটিতে তারিনকে দেখা যাবে। এছাড়াও এতে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, শর্মিলী আহমেদ, আফরোজা বানু, অপূর্ব, আনিসুর রহমান মিলন, মম, সুমাইয়া সাকী প্রমুখ।