মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সুইডেনের অভিবাসন ও বিচারমন্ত্রী মরগান জোহানসনের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, যেহেতু আইনে সর্বোচ্চ সাজার বিধান রাখা হয়েছে, সেহেতু মানবতাবিরোধী অপরাধসহ যেসব অপরাধে মৃত্যুদণ্ডের সাজা রয়েছে, তা আছে এবং থাকবে।
বৈঠকে সুইডিশ প্রতিনিধিরা মৃত্যুদণ্ডের সাজার বিধান বাতিল ও যুদ্ধাপরাধীদের বিচার সারা বিশ্বের কাছে যেন ‘গ্রহণযোগ্য’ হয়, সেভাবে বিচারের দাবি করলে বাংলাদেশের পক্ষ থেকে তাদের আশ্বস্ত করা হয়।
বৈঠকে ব্লগারসহ বাংলাদেশে মুক্তবুদ্ধির মানুষ খুনের ঘটনায় সুইডেনের অভিবাসন বিষয়কমন্ত্রী উদ্বেগ জানালে আইনমন্ত্রী আনিসুল হক এসব হত্যাকাণ্ডকে ‘দুঃখজনক’ বলেন।
বৈঠক শেষে মরগান বলেন, ‘বাংলাদেশ সুইডেনের বন্ধুপ্রতিম দেশ। এ দেশের মানবাধিকার পরিস্থিতি, ব্লগার হত্যা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।’
আনিসুল হক মানবাধিকার পরিস্থিতি নিয়ে বলেন,মানবাধিকার পরিস্থিতি উন্নয়নোর লক্ষ্যে সরকার কাজ করছে।’
‘আমাদের একটি স্বাধীন মানবাধিকার কমিশন আছে।