রিটার্নিং অফিসার ও খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম আদালত কর্তৃক দণ্ডিত হওয়ার কারণে বিএনপি মনোনিত প্রার্থী ওয়াদুদ ভুইয়া, দলীয় মনোনয়ন না থাকায় আওয়ামীলীগের দুই বিদ্রোহী প্রার্থী ও দাখিলকৃত ভোটার তালিকায় অসংগতির কারণে ইউপিডিএফ সমর্থিত দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন ।
আজ রবিবার (২ ডিসেম্বর) বেলা পৌনে একটার দিকে রিটার্নিং অফিসার ও খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই ঘোষনা দেন।
মনোনয়ন বাতিল হওয়া ব্যক্তিরা হলেন খাগড়াছড়ি জেলা বিএনপি‘র সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়া, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সাবেক সংসদ সদস্য যতীন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সমীর দত্ত চাকমা, ইউপিডিএফ‘র কেন্দ্রীয় নেতা সচিব চাকমা ও নতুন কুমার চাকমা।
পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের ফলে নির্বাচন দৌড়ে টিকে রইলেন ছয়জন। তারা হলেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, বিএনপি মনোনিত অপর দুই প্রার্থী মো. শহীদুল ইসলাম ভুইয়া ফরহাদ ও সমীরণ দেওয়ান, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. সোলায়মান আলম শেঠ, গণফোরামের আমজাদ হোসেন চৌধুরী এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মো. আব্দুল জব্বার গাজী।
মনোনয়ন বাতিলের বিষয়ে জানতে চাইলে ইউপিডিএফের কেন্দ্রীয় সংগঠক মাইকেল চাকমা বলেন, বিষয়টি নিয়ে আমরা আলোচনা করে পরবর্তী করণীয় ঠিক করবো।