ঢাকা-১৩ আসনে বিএনপি দলীয় প্রার্থী চেয়ারপারসনের দুই উপদেষ্টা আবদুস সালাম ও আতাউর রহমান ডালি এবং সাবেক কমিশনার আতিকুর রহমান মতিনের মনোনয়ন বৈধ হয়েছে। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী হলেন সাদেক। একইভাবে ঢাকা-১৪ আসনে বিএনপি দলীয় প্রার্থী কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক ও জাতীয় যুবদলের সাবেক অধিনায়ক আমিনুল হক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মুন্সী বজলুল বাছিদ আঞ্জুর মনোনয়ন বৈধ হয়েছে। অপরদিকে ঋণ খেলাপীর অভিযোগে এ আসনের বিএনপির অপর প্রার্থী সৈয়দ আবু বকর সিদ্দিক ওরফে সাজু খালেকের মনোনয়ন বাতিল করা হয়েছে। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী হলেন, আসলামুল হক।
এদিকে ঢাকা-১৫ আসনে বিএনপির যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বর্তমানে কারাবন্দী মামুন হাসান ও দলটির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপনের মনোনয়ন বৈধ হয়েছে। একইভাবে এ আসনে জামাতের সেক্রেটারি জেনারেল ড. সফিকুর রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী হলেন কামাল মজুমদার। এছাড়া ঢাকা-১৬ আসনে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আহসানুল্লাহ হাসানের মনোনয়ন বৈধ হয়েছে। তবে ঋণখেলাপের দরুণ দলটির অপর প্রার্থী মোয়াজ্জেম হোসেন ও গণফোরামের ফরিদুল আকবরের মনোনয়ন বাতিল করা হয়েছে।
এ আসনে আওয়ামী লীগের প্রার্থী হলেন ইলিয়াস উদ্দীন মোল্লা।