লেভেল প্লেয়িং ফিল্ড আমাদের জন্য হচ্ছে না বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন। আমরা আওয়ামী লীগের নেতাকর্মীরা লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছি না। শনিবার আলাপকালে তিনি বলেন, এক্ষেত্রে বিএনপি অনেক বেশি সুবিধা পাচ্ছে। কোন কারণ ছাড়া মিডিয়াতে তারা দিনরাত আমাদের নামে গালাগালি করছে। তিনি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড আমরাও চাই। কিন্তু তারা (বিএনপি) যে লেভেল প্লেয়িং ফিল্ড চায়, সেটা হচ্ছে অবৈধ হস্তক্ষেপ। তারা চায়, তাদের দন্ডিত আসামি বেগম জিয়ার মুক্তি। এটাতো সম্ভব না ।

এবারের নির্বাচনকে কিভাবে দেখছেন এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এই নেতা বলেন, আমি মনে করি এবারের নির্বাচনটা এমন একটি নির্বাচন, বাংলাদেশের ইতিহাসে যেটা কখনো হয়নি। যেখানে শেখ হাসিনা নিজেই উদ্যোগী হয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছেন। আমি মনে করি, এটার মধ্যে দিয়ে একটি সাংবিধানিক প্রথার চালু হয়েছে বাংলাদেশে। যেটাকে আমরা বলি, কন্সস্টিটিউশনাল কনভেনশন। এর মধ্যে দিয়ে আমাদের নেত্রী শেখ হাসিনা জাতীয় রাজনৈতিক অঙ্গনে একটি উদাহরণ তৈরি করেছেন।

বিএনপির নেতাকর্মী ও প্রার্থীদের ধরপাকড় প্রসঙ্গে নওফেল বলেন, আমি মনে করি যাদের বিরুদ্ধে মামলা থাকবে তাদেরকে আরো বেশি ধরা উচিৎ। এটা আমি খুব ইতিবাচকভাকে দেখছি।

অংশগ্রহণমূলক নির্বাচনই কি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন? এমন প্রশ্নে তিনি বলেন, প্রত্যেকটি দেশে তার নিজস্ব স্টান্ডার্ডে নির্বাচন হয়। বাংলাদেশে প্রেক্ষাপটে বাংলাদেশের স্টান্ডার্ডে নির্বাচন হবে। মার্কিন যুক্তরাষ্ট্রেও নির্বাচন নিয়ে অনেক অভিযোগ ওঠে। সেখানে ৩০ লক্ষ কম ভোট পেয়ে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। আগামী নির্বাচনের সমীক্ষায় যদি দেখেন যে ৬০ ভাগ জনগণ একটি সরকারকে চায়, কিন্তু সেই দল ক্ষমতায় আসতে পারেনি। তাহলে বুঝতে হবে কোনো গন্ডগোল আছে। আর যদি দেখেন যে, জনগণ যাকে চায় সে-ই নির্বাচনে বিজয়ী হয়েছে, সেক্ষেত্রে আর প্রশ্ন করার কোনো উপায় থাকবে না।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031