এম মাসুম ভোটের মাঠে সক্রিয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হকের একান্ত সচিব । সরকারের উপ-সচিব পদমর্যাদার এই কর্মকর্তা যোগ দিচ্ছেন বিভিন্ন এলাকায় দলের কর্মীসভায়। সরকারী চাকুরী করে তিনি নির্বাচনী সভা-সমাবেশে যোগ দিতে পারেন কিনা সেটি এখন আলোচনার বিষয় হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া-৪(কসবা-আখাউড়া)নির্বাচনী এলাকায়। শুক্রবার বিকেলে আখাউড়া দক্ষিন ইউনিয়নের হিরাপুর শহীদ মেমোরিয়াল হাইস্কুল মাঠে এক কর্মীসভায় যোগ দেন তিনি। ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শামসুল হক মাষ্টারের সভাপতিত্বে ওই সভায় আরো বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন,উপজেলা আওয়ামীলীগ নেতা সেলিম ভূইয়া,উপজেলা যুবলীগ আহবায়ক ও পৌর মেয়র তাকজীল খলিফা কাজল,সাবেক আইনমন্ত্রী ব্যারিষ্টার শফিক আহমেদ এর ব্যাক্তিগত সহকারী এডভোকেট আকসির এম চৌধুরী। এই কর্মীসভার খবর একটি অনলাইন টিভিতেও প্রচার হয়। ওই কর্মীসভা শেষে এম মাসুমের সঙ্গে দাড়িয়ে ছবি উঠিয়ে ফেসবুকে পোষ্ট দেন এক যুবলীগ নেতা। তাতে এম মাসুমকে ভাই বলে সম্বোধন করা হয়।
ওইদিন সন্ধ্যায় কলেজপাড়ার বাধন কমিউনিটি সেন্টারে দলের আরেকটি সভায় যোগ দেন একান্ত সচিব মাসুম।
আর গতকাল শনিবার বিকেলে আখাউড়ার ছতুরা শরীফ হাইস্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী সভায় যোগ দেন তিনি। একটি সুত্র জানিয়েছে- আজ রোববার আখাউড়া উত্তর ইউনিয়নের মাদ্রাসা মাঠে এক সভায় যোগ দেয়ার কর্মসূচী রয়েছে তার।