বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ একাদশ সংসদ নির্বাচনে ন্যূনতম নির্বাচনের পরিবেশ নেই বলে অভিযোগ করেছেন ।
আজ বিকেল ৩টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনের কনফারেন্স কক্ষে ইসির সঙ্গে বৈঠক শেষে এ অভিযোগ করেন তিনি। মওদুদ বলেন, সম্ভাব্য ৭ জন প্রার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। আরও অনেকেই আগে থেকেই জেলে আছে। তিনি বলেন, আমরা চাই না এই নির্বাচন প্রহসনে পরিণত হোক। কারণ এটি জাতির জন্য শেষ সুযোগ। নির্বাচন কমিশনকে জানিয়েছি। তাদের পক্ষ থেকে বলা হয়েছে অভিযোগের বিষয়গুলো তারা দেখবেন।
এ সময় নানা অভিযোগ তুলে ধরে বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনকে চিঠি দেয়া হয়।