বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু হলে আওয়ামী লীগ ৩০ টার বেশি আসন পাবে না বলে মন্তব্য করেছেন । আজ বিকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এক বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, উনার কথার প্রতিক্রিয়া আমি দিতে চাই না কখনো। কারণ অধিকাংশ কথা অবান্তর বলেন তিনি।
ফখরুল বলেন, নির্বাচনটা দিন না সুষ্ঠুভাবে। দেখেন কে কতটা আসন পান। আমি আগেও বলেছি এখনও বলছি। ৩০ টার বেশি আসন পাবেন না।
জামায়াতকে কত আসন ছাড়া হচ্ছে এমনপ্রশ্নের জবাবে তিনি বলেন, কেউ জামায়াত নাই। এখন সব ধানের শীষ। জামায়াতের কোন প্রার্থী নেই। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, তিনি একটি জিনিস ভয় পান। সেটা হল সুষ্ঠু নির্বাচন।