ক্ষমতাসীন দল আওয়ামী লীগ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৫ই ডিসেম্বরের মধ্যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে । আজ শুক্রবার আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির সাধারন সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, গ্রামকে শহরে রূপান্তরিত করার কর্মসূচি গুরুত্ব পাবে এবারের ইশতেহারে।
আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কার্যক্রম প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, অনেক উড়ালসড়ক নির্মাণ করা হয়েছে। অনেকে বলেছিল, এগুলো কোনো কাজে আসবে না। কিন্তু দেখেন, মালিবাগ-মৌচাকের ফ্লাইওভার কত কাজে আসছে এখন। এ ছাড়া মেয়র হানিফ ফ্লাইওভার, সেখানে তো দুই-আড়াই ঘণ্টা যানজট লেগেই থাকতো।
তিনি আরও বলেন, বাস র্যাপিড ট্রানজিট, যেটি গাজীপুর থেকে টঙ্গীবাজারটা পুরো এলিভেটেড হবে। যার কাজ খুব শীঘ্রই শুরু হবে। সেখানেও পাঁচটা ফ্লাইওভার আছে গাজীপুর থেকে জসিমউদ্দিন পর্যন্ত। আর গাজীপুর থেকে এলেঙ্গা পর্যন্ত ফ্লাইওভার হবে ৯টি।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |