নগরীর সদরঘাট এলাকায় ফেনসিডিল বিক্রির দায়ে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকার অর্থদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। অনাদায়ে আরো ২ মাসের কারাদ- দেয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষের ৫ জন সাক্ষীর উপস্থিতিতে সোমবার দুপুরে মহানগর দায়রা জজ মো. শাহিনুর এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামীর নাম মো. ফয়সাল করিম(৪০)। সে ডাবলমুরিং থানার আহমেদ মঞ্জিলের ৩য় তলার আহমেদ হোসেনের পুত্র।
মহানগর পিপি অ্যাডভোকেট ফখরুদ্দিন চৌধুরী সিটিজি নিউজ-কে জানান, ২০০৯ সালের ১৩ জুন রাতে সদরঘাট এলাকার হাজী আহমেদ মার্কেটের ২য় তলা থেকে ৩৫০ বোতল ফেনসিডিলসহ ফয়সালকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
আটকের পরদিন ১৪ জুন নগরীর ডাবলমুরিং থানায় মাদকদব্র্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়। এবং একই বছরের ১৩ জুলাই ওই মামলার চার্জশিট দাখিল করা হয়। পরবর্তীতে ওই বছরের ২৪ আগস্ট চার্জ গঠন করা হয়।
৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হলে এ রায় দেন আদালত।