বিএনপির প্রার্থীদের পাশাপাশি তারাও মনোনয়নপত্র জমা দেবেন রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জাতীয় ঐক্যফ্রন্টে বিএনপির চার শরিক মোট ১৫৫টি আসনে তাদের প্রার্থী চূড়ান্ত করে মনোনয়নের চিঠি দিয়েছে।
বিএনপির সঙ্গে আসন বণ্টনের আলোচনা এখনো চূড়ান্ত না হওয়ায় সিদ্ধান্ত হয়েছে দলগুলোর প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়ে দেবেন। আর মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হওয়ার দিন তারা তা তুলে নেবেন।
ঘোষিত তফসিল অনুযায়ী আজকের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে। তবে প্রত্যাহার করা যাবে ৯ ডিসেম্বর পর্যন্ত। আর সেদিনই নিজের দল ও জোটের আসন চূড়ান্ত করা সম্ভব হবে।
ঐক্যফ্রন্টে বিএনপির শরিকদের মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে গণফোরাম। তারা মোট ১১১ জনকে দিয়েছে মনোনয়নের চিঠি। এরপর আছে জেএসডি। তারা চিঠি দিয়েছে ২০ জনকে। কৃষক শ্রমিক জনতা লীগ ১৫ জন এবং নাগরিক ঐক্য নয়জনকে মনোনয়ন দিয়েছে।
তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন তারা দুই জোট ২০ দল এবং ঐক্যফ্রন্টকে ৬০টির বেশি আসন দেবেন না। এর মধ্যেই ২০ দলের শরিক এলডিপিকে চারটি, জাতীয় পার্টি (কাজী জাফর)-কে দুটি, বিজেপি, কল্যাণ পার্টি, জাগপা, লেবার পার্টি, এনপিপি ও মাইনরিটি জনতা পার্টিকে একটি করে আসনে ছাড় দিয়েছে। জমিয়তে ওলামায়ে ইসলামের দুই অংশ এবং খেলাফত মজলিসকেও একাধিক আসন দেওয়া হতে পারে। জামায়াতে ইসলামীকে ছাড় দেওয়া হচ্ছে ২৫টির মতো আসনে।
এই হিসাব করলে ঐক্যফ্রন্টের জন্য থাকছে সর্বোচ্চ ২০ থেকে ২১টি আসন। তবে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন আশা করছেন, তার দল ৩০ থেকে ৪০টি আসন পাবে।
আসন বণ্টনের এই আলোচনা কোন পর্যায়ে, সে বিষয়ে স্পষ্ট করে বললেন না বিএনপি বা ঐক্যফ্রন্টের কোনো শরিক। ব্যক্তি ভাবমূর্তি, দলের ভোটব্যাংক ও জনপ্রিয়তার দিক বিচার করেই প্রার্থী চূড়ান্ত করার কথা বলছেন তারা।
ঐক্যফ্রন্টের নেতা বলেন, ‘সময়স্বল্পতার কারণে এখন জোটগতভাবে মনোনয়ন দেওয়া হচ্ছে না। আপাতত দলীয়ভাবে মনোনয়ন দেওয়া হচ্ছে। পরে বসে এগুলোকে সমন্বয় করা যাবে। প্রার্থিতা প্রত্যাহারের আগেই সব ঠিক হয়ে যাবে।’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আপাতত জোটগতভাবে নয়, দলীয়ভাবে মনোনয়নপত্র জমা দেবেন ঐক্যফ্রন্টের বিভিন্ন দলের প্রার্থীরা। পরে আলোচনা সাপেক্ষে জোটের প্রার্থী চূড়ান্ত করে বাকিদের প্রার্থিতা প্রত্যাহার করা হবে।’
গণফোরামের কার্যনির্বাহী কমিটির সভাপতি সুব্রত চৌধুরী ঢাকা টাইমসকে বলেন, ‘আমাদের হাতে এখনো সময় রয়েছে এর মধ্যে আসন বিন্যাস ঠিক হয়ে যাবে। আমরা প্রতীক বরাদ্দের আগেই কতটা আসনে জোটগতভাবে করব, সেটা নির্ধারণ হবে। তবে আমরা কোনো আসন নিয়ে অনড় অবস্থানে নেই।’
একই দলের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু বলেন, ‘আমাদের পক্ষে একশর ওপরে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। কাল (আজ) মনোনয়ন জমা দেওয়ার শেষ সময়, এরপর আমরা সকলেই বসে আলোচনা করে সিদ্ধান্ত নেব।’
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আজ আমাদের নয়টি আসনের জন্য বিএনপির পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। এগুলো চূড়ান্ত নয়, আবার আলোচনা হবে। আমরা সকলেই বসে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’
জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন ঢাকা টাইমসকে বলেন, ‘আমরা ২০টি আসনে মনোনয়ন জমা দেব। আমাদের সভাপতি ইতিমধ্যে লক্ষ্মীপুর-৪ আসনে মনোনয়ন জমা দিয়েছেন। আর বাকিগুলো কালকের (আজ) মধ্যেই জমা দেওয়া হবে।’