আকাশ আর চাঁদনী মা আর বাবা হয়তো সখ করে তাদের নাম রেখেছিল । কি ভাগ্য তাদের। চাঁদ ভরা আকাশের নিচে একটু সহায় খুঁজে পেতে হাতে তুলে নিয়েছে থালা। যে থালা তাদের আশার স্থল। ভরসার স্থল। সারাদিন যা পায় তা নিয়ে তুলে দেয় মায়ের হাতে।
এভাবেই আকাশ আর চাঁদনীর দিন যায়। হাজারো মানুষ হেঁটে যায় তাদের পেছনে ফেলে। কারো দয়া হলে থালায় ফেলে যায় এক কিংবা দুই টাকা। এ সময় আকাশ হেসে ওঠে। ছবিটি আজ তোলা হয়েছে ঢাকা বিশ^বিদ্যালয় ক্যাম্পাস থেকে।