এসিল্যান্ডদের উদ্দেশে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. বলেন, জনসেবা ছাড়া জনহয়রানি হলে কাউকেই ছাড় দেওয়া হবে না। মানবিক মূল্যবোধ বজায় রেখে সেবামূলক কাজে নিজেদের সততা ও নিষ্ঠার সাথে জনকল্যাণ কাজে আত্মনিয়োগ করতে হবে। জনসেবা করুন, জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা হবে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের রূপকল্প ডিজিটাল বাংলাদেশ গড়া স্বার্থক হবে।
আজ বিকালে রাজধানীর নীলক্ষেতে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সভাকক্ষে ২ সপ্তাহব্যাপী ২য় ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রী এসব কথা বলেন।
ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মোহাম্মদ সাহেদ সবুরের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে জাতীয় ভূমি জোনিং প্রকল্পের প্রকল্প পরিচালক কফিল উদ্দিন, গুচ্ছগ্রাম প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক মাহবুব উল আলম, কোর্স পরিচালক উপসচিব মুহাম্মদ শাহেদ কবির ও উপসচিব সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |