৯ প্রার্থী চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনের মধ্যে এ পর্যন্ত আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চিঠি পেয়েছেন। এরমধ্যে চট্টগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোতোয়ালী-বাকলিয়া সংসদীয় আসন ছাড়া বাকী ৮ জনই বর্তমান সাংসদ।
কোতোয়ালী-বাকলিয়া সংসদীয় (চট্টগ্রাম-৯) আসন থেকে মনোনয়নের চিঠি পেয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক স¤পাদক ও প্রয়াত সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে ব্যরিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি একেবারেই নতুন মুখ।
অন্য ৮ আসনে মনোনয়ন প্রাপ্তরা হলেন-চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চট্টগ্রাম-৩ সন্দ্বীপ আসনে মাহফুজুর রহমান মিতা, চট্টগ্রাম-৬ রাউজান আসনে এ বি এম ফজলে করিম, চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া আসনে ড. হাছান মাহমুদ, চট্টগ্রাম-১০ পাহাড়তলী-হালিশহর-খুলশী আসনে ডা. আফসারুল আমীন। চট্টগ্রাম-১২ পটিয়া আসনে সামশুল হক চৌধুরী, চট্টগ্রাম-১৩ আনোয়া-কর্ণফুলী আসনে সাইফুজ্জামান জাভেদ, চট্টগ্রাম-১৫ সাতকানিয়া আসনে ড.আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী।