বিশিষ্ট নাট্যকার ও ‘সম্প্রীতি বাংলাদেশ’ এর আহ্বায়ক পীষূষ বন্দ্যোপাধ্যায় এবারের নির্বাচন সহজ হবে না বলে মনে করেন । এজন্য কোনো সাম্প্রদায়িক শক্তি যেন এই নির্বাচনে সুযোগ নিতে না পারে এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত ‘পথ হারাবে না বাংলাদেশ’ ও ‘গাহি সাম্যের গান’ শীর্ষক এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পীষূষ বলেন, ‘শঙ্কার কথা বলা হচ্ছে। ১৯৭০ সালের নির্বাচনেও শঙ্কা ছিল। আমরা তখন সব ধর্ম মিলে আওয়ামী লীগকে বিজয়ী করেছিলাম। যা ভাবছেন, এবারের নির্বাচন বকুল বিছানো পথের মতো সহজ হবে না, এবারের নির্বাচন হবে গোলাপ বিছানো পথে।’
বিশিষ্ট এই নাট্যকার বলেন, ‘আমাদের সতর্ক থাকতে হবে। প্রশাসনকে কেবল দায়িত্ব দিলে হবে না। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে।’
দেশে নারী ও শিশু নির্যাতনের পরিমাণ কমেছে। একই সাথে দেশে তথ্য প্রযুক্তি ও যোগাযোগ ক্ষেত্রে বিপুল উন্নয়ন সাধিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশ বর্তমানে সাফল্যের হাইওয়েতে আছে। আমাদের এই সাফল্য ধরে রাখতে হবে।’
আর আগে মেজর জেনারেল মোহাম্মদ আলী সিকদার (অব.) অনুষ্ঠানের ঘোষণাপত্র পাঠ করেন। সেখানে বলা হয়, বাঙালি সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের আদর্শ বিরোধী এবং সাম্প্রদায়িক পক্ষ ও ব্যক্তিকে আমরা কেউ ভোট দেব না, এই প্রতিজ্ঞায় আবদ্ধ হই সবাই।
অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক শফিকুর রহমান, নারী মুক্তিযোদ্ধা রোকেয়া কবীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ স ম আরেফিন সিদ্দিক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ার হোসেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ইব্রাহীম খালেদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুসসহ বিশিষ্টজনেরা।
আরও উপস্থিত ছিলেন গবেষক ড. সাজেদুল আউয়াল, বরুন কুমার ভৌমিক, সুবাস চন্দ্র সাহা, হাসান ইমাম প্রমূখ।