পুলিশ ১৭৮টি ইয়াবাসহ শাকিল নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গাইবান্ধার সুন্দরগঞ্জে । বুধবার ভোরে উপজেলার চাচীয়া মীরগঞ্জে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মোন্তাজ আলীর ছেলে।
পুলিশ জানায়, মাদক কেনা-বেচা হচ্ছে এমন গোপন খবর পেয়ে বুধবার ভোরে অভিযান চালিয়ে শাকিলকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১৭৮টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক রওশন আলমসহ কয়েকজন পালিয়ে যায়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আব্দুস সোবহান জানান, ‘গ্রেপ্তারকৃত শাকিল তালিকাভুক্ত মাদক কারবারি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে তাকে আদালতে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ’