গোয়েন্দা পুলিশের একটি দল চট্টগ্রামে পাঁচ হাজার পিস ইয়াবাসহ তিন জনকে গ্রেপ্তার করেছে । মঙ্গলবার রাতে নগরীর কোতোয়ালী থানার ফিরিঙ্গী বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সঙ্গে একটি পিকআপ ভ্যানও জব্দ করে পুলিশ।
গ্রেপ্তারকৃত তিন জন হলেন- সিরাজুল ইসলাম, দুলাল ও বাবুল। পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, তারা পিকআপটিতে চালকের আসনের পেছনে বিশেষভাবে তৈরি কুঠুরিতে করে ইয়াবা নিয়ে যাচ্ছিল।
নগর গোয়েন্দা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার (পশ্চিম) মোহাম্মদ মঈনুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তারকৃত তিন জনই পেশাদার মাদক কারবারি। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা হয়েছে।’