চট্টগ্রাম, ০৯ মে: দুইদিনের রিমাণ্ডে নেয়ার অনুমতি পেয়েছে পুলিশ নগরীর পাহাড়তলী থানার সাগরিকা এলাকা থেকে অপহৃত ফিরোজ আলী বাঁধন (১৩) নামে এক স্কুলছাত্র খুনের ঘটনায় তার চাচাতো ভাই হৃদয় মল্লিককে জিজ্ঞাসাবাদের জন্য ।
সোমবার (৯ মে) চট্টগ্রামের পঞ্চম মহানগর হাকিম নাজমুল হাসান এ আদেশ দিয়েছেন।
হৃদয়কে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমাণ্ডে নেয়ার আবেদন জানিয়েছিল মামলার তদন্তকারী সংস্থা নগর গোয়েন্দা পুলিশ। শুনানি শেষে আদালত দুইদিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন বলে জানিয়ে নগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) সন্তোষ কুমার চাকমা বলেন, হৃদয়কে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে। আপন চাচাতো ভাইকে খুনের নেপথ্যে কি কি কারণ থাকতে পারে নিবিড় জিজ্ঞাসাবাদের মাধ্যমে সেগুলো উদঘাটনের চেষ্টা করব।