বন্দুকযুদ্ধে ৫ জন নিহত হয়েছেন সারাদেশে চলমান মাদকবিরোধী অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে । কক্সবাজারে দুইজন, সিলেটের মোগলাবাজার, মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি ও খুলনায় একজন করে মাদকবিরোধী অভিযানে নিহত হয় বলে র‌্যাবের দাবি। মঙ্গলবার দিবাগত রাতে এসব বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি বিশেষ দল রাত সাড়ে ৩ টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার শ্রীরামপুর বাইপাস এলাকায় মাদকবিরোধী অভিযানে যায়। এ সময় মাদক ব্যবসায়ীরা র‌্যাবের দিকে গুলি ছুড়লে র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে সেখানে ইয়াবা ব্যবসায়ী শহীদকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

মুন্সীগঞ্জে নিহত আবুল হোসেন শেখ (৪৯) টঙ্গীবাড়ি উপজেলার কু-েরবাজার গ্রামের নাজিম উদ্দিন শেখের ছেলে।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031