ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ব্যবসা পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় প্রযুক্তিজ্ঞান, পণ্য ও ক্রেতাদের ওপর যথাযথ সমীক্ষা এবং উদ্যোক্তাবান্ধব ই-কমার্স নীতিমালা প্রণয়ণ করা জরুরি বলে মনে করে।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এফবিসিসিআই এবং ফ্রেডরিখ ন্যুউম্যান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ‘ই-কমার্স এন্ড ডিজিটাল মার্কেটিং ফর এসএমই ’শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালার শেষ দিনে এ কথা জানানো হয়।
কর্মশালায় এফবিসিসিআই-এর অধিভূক্ত বিভিন্ন চেম্বার এবং অ্যাসোসিয়েশনের ৫৫ জন প্রতিনিধি অংশ নেন। অংশগ্রহণকারীরা তাদের ই-কমার্স ব্যবসা পরিচালনার অভিজ্ঞতা এবং ব্যবসা পরিচালনায় যে সমস্যা দেখা দেয় তা নিয়ে আলোচনা করেন।
বক্তারা বলেন, ই-কমার্স খাতের বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে এ খাতের উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে যথাযথ কারিগরি জ্ঞান অর্জন ও সুচিন্তিত পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এফএনএফ- এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. নাজমুল হোসেন, অভলিয়া ডিজিটাল এন্ড ই-কমার্স এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের আরিফিন, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপক (আইসিটি) মো. মোস্তাফিজুর রহমান, গুপী-বাঘা প্রডাকশন্স লিমিটেড-এর বিপণন প্রধান নুজহাতুল কাওনাইন। রিসোর্স পারসোনেল হিসেবে এফবিসিসিআই- এর সিনিয়র সহকারী সচিব মাহমুদ উর রহমান ও শাহমিনা ইশা মান্নান কর্মশালা পরিচালনা করেন।
কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। এফবিসিসিআই পরিচালক মো: ইউসুফ আশরাফ এবং হাফেজ হারুন অর রশিদ এই সার্টিফিকেট বিতরণ করেন।
উল্লেখ্য, এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত মহাসচিব হোসাইন জামিল সোমবার এই কর্মশালার উদ্বোধন করেন।
প্রতিষ্ঠান ও ব্যবসা ক্ষেত্রে ডিজিটালকরণ, ই-কমার্স, স্মার্ট সিটি ইত্যাদি বিষয়ে ফ্রেডরিখ ন্যুউম্যান ফাউন্ডেশন এবং এফবিসিসিআই ধারাবাহিকভাবে বিভিন্ন সেমিনার ও কর্মশালার আয়োজন করে আসছে। এফবিসিসিআই এবং এফএনএফ প্রকল্পের আওতায় দেশের শিল্প, বাণিজ্য, তথ্যপ্রযুক্তি ইত্যাদি খাত নিয়ে ধারাবাহিকভাবে বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার এবং সংলাপ অনুষ্ঠানের আয়োজন করে আসছে।