ইয়াবা কারবারিদের সংঘর্ষে দুই মাদক বিক্রেতা নিহত হয়েছেন কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভে ।

পুলিশ বলছে, ইয়াবা চালান খালাসকে কেন্দ্র করে  ইয়াবা কারবারিদের দুই গ্রুপের সংঘর্ষে তারা নিহত হন।নিহত দুই জনের বিরুদ্ধে মানব পাচার ও মাদকসহ থানায় একাধিক মামলা রয়েছে।

বুধবার ভোরে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের জিরো পয়েন্ট এলাকায় এই ঘটনা ঘটে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত দুইজন হচ্ছেন, সাবরাং ইউনিয়নের কচুবনিয়া এলাকার আবদুর রহিমের ছেলে নজির আহমদ ওরফে নজির ডাকাত (৩৮) ও হ্নীলা ইউনিয়নের লেদা নয়াপাড়ার আমির হামজার ছেলে আবদুল আমিন।

ওসি প্রদীপ কুমার দাস জানান, কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে ইয়াবা খালাসকে কেন্দ্র করে ইয়াবা কারবারিদের মধ্যে গোলাগুলি চলছে এমন খবর পেয়ে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা কারবারিরা পালিয়ে যায়। পরে সেখান থেকে গুলিবিদ্ধ দুজনের লাশ উদ্ধার করা হয়।

পরে স্থানীয়রা লাশ দুটি নজির আহমদ ও আবদুল আমিন বলে শনাক্ত করেন।

এসময় ঘটনাস্থল থেকে ৪টি এলজি অস্ত্র, ৯ রাউন্ড গুলি ও ১০ হাজার ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031