চট্টগ্রাম, ০৮ মে : মতিউর রহমান নিজামী মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীকে রবিবার রাতে কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে।
রবিবার রাত সাড়ে দশটার দিকে নিজামীকে নিয়ে রওয়ানা দেয় আইনশৃংখলা বাহিনী। মৃত্যুদণ্ড কার্যকর করতেই নিজামীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে বলে কারাগার সুত্র জানিয়েছে।
নিজামী কাশিমপুর কারাগার পাট-২ এর কনডেম সেলে বন্দি ছিলেন।