র্যাবের সঙ্গে কথিত বন্দুক যুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন কক্সবাজার-টেকনাফের প্রধান সড়কে। আজ মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ময়মনসিংহ সদরের কোতোয়ালী পাড়ার আবু চৌধুরী মোড়ের আব্দুল হাকিমের ছেলে আশিক জাহাঙ্গীর (৪০) ও নারায়নগঞ্জ তেল্লাপাড়া বড় জামে মসজিদ এলাকার আব্দুল বারেকের ছেলে আরিফ হোসেন (৩১)। এ ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হয়েছে।
র্যাব জানায়, ভোররাত ৪টার দিকে র্যাব-৭ এর একটি দল যানবাহনে করে মাদকের চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে স্থলবন্দরের উত্তর পার্শ্বের ১৪নং ব্রীজ সংলগ্ন এলাকায় যানবাহন থামিয়ে তল্লাশীকালে দু’পক্ষের মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে।
এতে ময়মনসিংহ সদরের কোতোয়ালী পাড়ার আবু চৌধুরী মোড়ের আব্দুল হাকিমের পুত্র আশিক জাহাঙ্গীর (৪০) ও নারায়নগঞ্জ তেল্লাপাড়া বড় জামে মসজিদ এলাকার আব্দুল বারেকের পুত্র আরিফ হোসেন (৩১) ঘটনাস্থলে নিহত হয়। এসময় র্যাবের দুই সদস্য আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক, ১লাখ ইয়াবা, ২টি অস্ত্রসহ ৮ রাউন্ড বুলেট উদ্ধার করে।
র্যাব-৭, টেকনাফ ক্যাম্পের কমান্ডার লেঃ মির্জা শাহেদ মাহতাব অভিযানের সত্যতা স্বীকার করে জানান, মাদক নির্মূলে জিরো টলারেন্স না আসা পর্যন্ত মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান।।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |