চট্টগ্রাম, ০৮ মে : বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা আহুত আগামীকাল সোমবারের পরিবহন ধর্মঘট স্থগিত করেছে সংগঠনটি।রোববার বিকেলে অনুষ্ঠিত সংগঠনের এক বৈঠকে ধর্মঘট স্থগিত করার এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চল কমিটির সভাপতি মৃণাল চৌধুরী ধর্মঘট স্থগিত করার সত্যতা নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠকে আমাদের দাবি বাস্তবায়নের বিষয়ে আশ্বাস পেয়েছি।
এ ছাড়া সোমবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ভোগান্তির কথা চিন্তা করে পরিবহন ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, চট্টগ্রামে নিবন্ধনবিহীন সিএনজি অটোরিকশা চলতে দেওয়ার দাবিতে এই ধর্মঘট আহ্বান করেছিল শ্রমিক পরিবহন শ্রমিক ফেডারেশন।