চট্টগ্রাম, ০৮ মে : নগরীর খুলশী থানার এমইএএস কলেজের সামনে জাকির হোসেন সড়কে রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষ জীনানন্দ বড়ুয়া (৪৫) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। নিহত জীনানন্দ বড়ুয়া স্কুল লোহাগাড়া উপজেলার বড় হাতিয়া গ্রামের বড়ুয়া পাড়ার প্রফুল্ল কুমার বড়ুয়ার ছেলে।
বিকেলে বাসা থেকে টিউশনিতে যাওয়ার পথে এমইএএস কলেজের সামনে স্কুল শিক্ষক জীনানন্দ বড়ুয়ার মোটর সাইকেলকে একটি ট্রাক ধাক্কা দেয় জানিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আবু হামিদ বলেন, এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতানে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
তিনি চট্টগ্রাম হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বলে জানা গেছে।