২০ দলীয় জোটের সমন্বয়ক কর্নেল (অব.) অলি আহমেদ কেউ যদি মনে করেন আমরা মাঠ ছেড়ে পালিয়ে যাবো, তাহলে ভুল করবেন বলে মন্তব্য করেছেন । আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, মুক্তিযোদ্ধারা কখনো মাঠ ছেড়ে যায় না। যুব সমাজকে ঐক্যবদ্ধ করেই এই সরকারের মোকাবেলা আমরা করবো। ২০ দলীয় জোটের সংবাদ সম্মেলনে অন্যতম শরিক ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অলি আহমেদ মুক্তিযুদ্ধের মতো ভোট যুদ্ধে অংশগ্রহণ করতে তরুণ প্রজন্মকে আহ্বান জানিয়ে বলেন, আপনারা মুক্তিযুদ্ধের মতো ভোট যুদ্ধে অংশগ্রহণ করুন। এটা কারো ব্যক্তিগত সম্পত্তি নয়।  সংবাদ সম্মেলনে আসন্ন নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড অর্থাৎ মাঠ সমতলের আহ্বান জানিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।  লিখিত বক্তব্যে এলডিপি চেয়ারম্যান বলেন, সরকার নির্বাচন করতে দেবে কিনা তা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের পথে যত ধরনের অন্তরায় আছে, সেটা সরাতে হবে, সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ২০ দলীয় জোটের শরিক এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল হালিম, এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ,
জাগপার ভারপ্রাপ্ত সভাপতি তাসমিয়া প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামী ঐক্যজোটের সভাপতি অ্যাডভোকেট আব্দুর রকিব, জমিয়তে উলামায়ে ইসলামের একাংশের সভাপতি মুফতি মোহাম্মদ ওয়াক্কাস, আরেক অংশের মহাসচিব নুর হোসেন কাশেমী, খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আব্দুল কাদের, মুসলিম লীগের সভাপতি কামরুজ্জামান খান, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম, পিপলস পার্টি অব বাংলাদেশের চেয়ারপারসন রিটা রহমান, বাংলাদেশ ন্যাপের ভারপ্রাপ্ত সভাপতি শাওন সাদেকী, ইসলামিক পার্টির চেয়ারম্যান আবু তাহের চৌধুরী, জাতীয় দলের চেয়ারম্যান এহসানুল হুদা, কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান, ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, এনপিপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফরিদ উদ্দিন প্রমুখ।।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031