বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি ও এর জোট আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করবে । দলটির নেত্রী জেলে থাকা সত্ত্বেও তারা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। বিএনপি সহ বিরোধী দলগুলোর সমন্বয়ে গঠিত ঐক্যফ্রন্টের নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা নিয়ে বিদেশী মিডিয়ার খবরে এমনই বলা হয়েছে। সোমবার বাংলাদেশ নিয়ে এ খবরই বিদেশি মিডিয়ায় প্রাধান্য পেয়েছে। তাতে বার্তা সংস্থা এএফপি লিখেছে, এর আগে ২০১৪ সালের নির্বাচনে জালিয়াতি হওয়ার আশঙ্কায় নির্বাচন বর্জন করে বিরোধী দল বিএনপি। এতে ক্ষমতায় আসেন শেখ হাসিনা। তবে বিএনপির সিনিয়র নেতা খন্দকার মোশাররফ হোসেন এএফপিকে বলেছেন, আমরা ঘোষণা দিয়েছি যে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব।
এরই মধ্যে নির্বাচন কমিশন আগামী ২৩শে ডিসেম্বর জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছে।