আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত নতুন তফসিলে আপত্তি নেই বলে জানিয়েছেন । সোমবার আওয়ামী লীগের ধানম-ি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশনের ভোটের তারিখ পেছানোর সিদ্ধান্তকে ধন্যবাদ জানাচ্ছি। এ সিদ্ধান্ত ইতিবাচক। আওয়ামী লীগ পুরোনো তারিখের মধ্যেই দলীয় মনোনয়ন শেষ করবে। তারিখ না পেছালেও ঐক্যফ্রন্ট নির্বাচনে আসত বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরো বলেন, এবার মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে বোর্ড বিচার বিশ্লেষণ করে দেওয়া হবে। প্রার্থীদের যোগ্যতা নির্ধারণে কয়েকটি সার্ভে করা হয়েছে। বিদেশি সংস্থাও সার্ভে করে তথ্য আপডেট করে দিয়েছে। ১৪ই নভেম্বর থেকে মনোনয়ন প্রার্থীদের ইন্টারভিউ শুরু হবে।