রিয়াল মাদ্রিদ সময়টা খুব ভালো কাটছেন না । একের পর এক হার, কোচ বরখাস্ত- এসব ইস্যুতে টালমাটাল ক্লাবটি। তবে মাঠের পারফরম্যান্স যেমনই হোক লস-ব্লাঙ্কোসদের অর্থভাণ্ডারে কিন্তু কোনো টান পড়ছে না। পড়বে কি? উল্টো আগের চেয়ে আর্থিক দিক দিয়ে আরও সমৃদ্ধ হতে চলেছে স্প্যানিশ জায়ান্টরা!
১৯৯৮ সাল থেকেই রিয়ালের স্পনসর অ্যাডিডাস।আগামী ১০ বছরের জন্য মাদ্রিদ জায়ান্টদের সঙ্গে চুক্তি নবায়ন করতে যাচ্ছে জার্মানির বিখ্যাত ক্রীড়া সামগ্রী নির্মাণকারী প্রতিষ্ঠানটি। চুক্তিটি হবে ১ হাজার ১০০ মিলিয়নের। বাংলাদেশী মুদ্রায় যার পরিমাণ প্রায় ১০ হাজার ৪৯৪ কোটি টাকা!
এর মধ্যে প্রতি বছর নিশ্চিত আয় ১১০ মিলিয়ন ইউরো। আর বাকি আয়গুলো নির্ভর করবে ব্যবসা ও পারফরম্যান্সের উপর। যেটা গিয়ে ঠেকতে পারে ১৫০ মিলিয়ন ইউরো পর্যন্ত। অর্থাৎ জার্মান কোম্পানি থেকে পাওয়া বর্তমানের ৫২ মিলিয়ন ইউরোর প্রায় দ্বিগুণ আয় বাড়বে রিয়ালের।