জাতীয় ঐক্যফ্রন্ট প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ শেষ না হওয়ার আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা থেকে বিরত থাকতে নির্বাচন কমিশনকে (ইসি) অনুরোধ করেছে ।
আজ সোমবার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে যায় জাতীয় ঐক্যফ্রন্টের একটি প্রতিনিধিদল। তারা নর্বাচন কমিশনারদের সঙ্গে কথা বলে এই অনুরোধ জানিয়েছে।
সূত্র জানায়, এ সময় জাতীয় ঐক্যফ্রন্টের এক নেতার সঙ্গে এক কমিশনারের উত্তপ্ত কথোপকথন হয়েছে। ঐক্যফ্রন্ট নেতারা বর্তমান ইসির ওপর মানুষের আস্থা নেই বলে মন্তব্য করলে উত্তরে একজন কমিশনার বলেন, রাজনীতিবিদদের ওপরও মানুষের আস্থা নেই। তবে সভা শেষে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমেদ জানিয়েছে, উত্তপ্ত বাক্যবিনিময় হয়নি। গলার আওয়াজ উচ্চস্বরে ছিল। এর আগে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিল জাতীয় ঐক্যফ্রন্ট। ওই চিঠির প্রেক্ষিতে সোমবার ইসির সঙ্গে মিটিং হয় ঐক্যফ্রন্টের। ওই মিটিংয়ে এ অনুরোধ জানানো হয়েছে।
বিকাল ৪টায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি (জেএসডি) আ স ম আবদুর রবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আলোচনার জন্য ইসিতে যায়।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |