প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে ‘গণতান্ত্রিক বাম ঐক্য’ এর সঙ্গেও বসবেন । আগামী বুধবার সন্ধ্যা সাতটায় গণভবনে এই সংলাপ অনুষ্ঠিত হবে।
কমরেড ডা. এম.এ সামাদের নেতৃত্বাধীন সাতদলীয় জোটের শরিকরা সংলাপে অংশ নেবেন। ঢাকাটাইমসকে এই তথ্য জানান জোটের সমন্বয়ক ডা. এম.এ সামাদ।
সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে প্রধানমন্ত্রী স্বাক্ষরিত আমন্ত্রণপত্র পাঠানো হয়। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. আবদুস সোবহান গোলাপের কাছ থেকে আমন্ত্রণপত্র গ্রহণ করেন গণতান্ত্রিক বাম ঐক্যের শরিক দল ও সোস্যালিস্ট পার্টির সাধারণ সম্পাদক সাহিদুর রহমান এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির দপ্তর সম্পাদক আব্দুল কারিম (মুন্না)।
এর আগে গত ৩১ অক্টোবর সংলাপের আবেদন জানিয়ে গণতান্ত্রিক বাম ঐক্যের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর চিঠি দেয়া হয়।