একটি ট্রাকের কলকাতা বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের একটি বিমানের সঙ্গে সংঘর্ষ হয়েছে। বুধবার মধ্যরাতের দিকে বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা কাতার এয়ারওয়েজের একটি বিমানে ধাক্কা দেয় একটি পানি বহনকারী ট্রাক। ট্রাকের ধাক্বায় বিমানের কিছুটা ক্ষতি হয়েছে। খবর এনডিটিভির।
জানা গেছে, ওই সময় বিমানে ছিলেন শতাধিক যাত্রী। তবে এতে কারো কোনো ক্ষতি হয়নি। এই দুর্ঘটনার পর কাতার এয়ারওয়েঝের কিউআর ফাইভ হান্ড্রেড ফোরটি ওয়ান বিমানটি বাতিল করা হয়। কলকাতা থেকে দোহার উদ্দেশ্যে উড্ডয়নের কথা ছিলো বিমানটির। ভোর তিনটে পনেরোর সময় বিমানটি ছাড়ার কথা ছিল। তার কিছুটা সময় আগে রাত দুটো বাইয়ের সময় বিমানটিতে ট্রাকটি ধাক্কা মারে।
ঘটনার পরেই বিমানটি মেরামতের জন্য নিয়ে যাওয়া হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ এই ঘটনার কারণ জানার জন্য তদন্ত শুরু করেছে।