আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংলাপের মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচনের একটি পথ তৈরি হবে। সংলাপের বিষয়টি আন্তর্জাতিক মহলও বেশ ভালোভাবে নিয়েছে। তাই অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সংলাপে বসার কথা বলেছেন ।
আজ বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদেরকে মন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তেই সংলাপ হতে যাচ্ছে। কয়েক দিনের মধ্যেই নির্বাচনী তফসিল ঘোষিত হবে। তার আগে প্রস্তাব এলে ঐক্যফ্রন্ট ও যুক্তফ্রন্টের পরে আরো কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হতে পারে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, তিনি অন্যান্য দলের সঙ্গেও সংলাপে বসতে রাজি। এখন আমরা দেখি, কারা কারা প্রস্তাব পাঠায়। সময়ও এখানে একটা ফ্যাক্টর। টাইম ফ্যাক্টরটা মাথায় রেখে, শিডিউলের বিষয় আছে, তার আগে যতটা সম্ভব কাভার করার ইচ্ছা আছে, প্রধানমন্ত্রী এ ব্যাপারে আন্তরিক।