ঢাকা ০৭ মে: ৬বাংলাদেশের আকাশে আজ কোথাও শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী ২২ মে দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।
শনিবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ধর্ম মন্ত্রণালয়ের চাঁদ দেখা কমিটির এক বৈঠক শেষে এ কথা জানানো হয়।
কমিটি জানায়, শনিবার দেশের কোথাও চাঁদ দেখা যায়নি। তাই আগামী সোমবার থেকে শাবান মাস গণনা শুরু হবে।
হিজরি ক্যালেন্ডার অনুযায়ী ১৪ শাবান দিবাগত রাতকে শবে বরাত বা ভাগ্যরজনীর রাত হিসেবে গণ্য করা হয়। সে হিসেবে আগামী ২২ মে শবে বরাতের রাত।