দেশের জন্য সবসময় আমার মন কাঁদে। আমি দ্রুত ফিরতে চাই। মামলায় বেকসুর খালাস পাওয়ার পর মুঠোফোনে এ কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, শিলং কোর্ট আমাকে দ্রুত প্রত্যর্পণ করতে সরকারকে নির্দেশনা দিয়েছে। তাই সরকার যত দ্রুত চাইবে, তত তাড়াতাড়ি আমি বাংলাদেশে ফিরতে পারব।
প্রসঙ্গত, ভারতে অনুপ্রবেশের অভিযোগে দায়ের করা মামলায় বেকসুর খালাস পেয়েছেন সালাউদ্দিন আহমেদ। মেঘালয়ের রাজধানী শিলংয়ের জেলা ও দায়রা আদালতের বিচারক এই রায় দেন আজ।