বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে নবগঠিত সংগঠন ‘স্বাধীনতা বিসিএস সাধারণ শিক্ষা সংসদ’ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ দুপুরে সংগঠনের আহবায়ক প্রফেসর মো. নাসিরুদ্দিন, সদস্য সচিব সৈয়দ জাফর আলী, যুগ্ম আহবায়ক বিপুল চন্দ্র সরকারের নেতৃত্বে সংসদের সদস্য প্রফেসর জিয়াউল হক, কে এম কওছার আলী, প্রফেসর এস এম আমিরুল ইসলাম পলাশ, প্রফেসর ড. মাহাবুব সরফরাজ, মো. কাইয়ুম উদ্দীন আহমেদ, মোসলেহ উদ্দীন, রবিউল আলম, ড. এনামুল হক, খন্দকার আশরাফুল আলম, জাকির হোসেনসহ কেন্দ্রীয় কমিটির নেতারা এ শ্রদ্ধা নিবেদন করেন। তাঁরা সেখানে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় ৭১ সদস্যের কমিটির সবাই শিক্ষা ক্যাডারের সাফল্য কামনা করে শপথ গ্রহণ করেন। কমিটির সঙ্গে বঙ্গবন্ধুর সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদনে বরিশাল, খুলনা, যশোর, গোপালগঞ্জ, বাগেরহাট এবং পিরোজপুর জেলার সরকারি কলেজের শিক্ষকরা। এর আগে সকাল সাড়ে ছয়টায় ধানম-ির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন কমিটির ৭১ সদস্যসহ অন্যান্য সমমনা সদস্যরা। প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিসিএস সাধারণ শিক্ষা সংসদের নেতারা সড়ক পথে টুঙ্গিপাড়ায় জাতির জনকের মাজার জিয়ারত ও পুষ্পার্পণের উদ্দেশ্যে যাত্রা করেন।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |