একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায় মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট বলেছেন, তাঁর দেশ বাংলাদেশে সব দলের অংশগ্রহণে । এ সময় তিনি আগামী নির্বাচনে সব দলকে নির্বাচনে অংশ নেওয়ারও আহ্বান জানান।
আজ সোমবার দুপুরে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে মার্কিন রাষ্ট্রদূত এ কথা বলেন।
নির্বাচন অংশগ্রহণমূলক হবে জানিয়ে তোফায়েল আহমেদ বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। সবাইকে নিয়েই নির্বাচন করতে চায় সরকার। কোনো দল যদি নির্বাচনে না আসে সে দায়িত্ব তাদের। সরকার এই দায় বহন করবে না।
বাণিজ্যমন্ত্রী আরো বলেন, সংবিধান অনুযায়ী একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। সংসদ বহাল রেখেই এই সংসদের অধীনেই নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে।।