বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেবী দুর্গার কাছ থেকে দীক্ষা নিয়ে বাংলাদেশে শুভ বুদ্ধি এবং সত্যের জয় নিশ্চিত করতেচান ।

বুধবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার খোঁচাবাড়িহাট দুর্গামন্দির পরিদর্শন এবং শুভেচ্ছা বিনিময় শেষে নিজ বাসভবনে সাংবাদিকদেরকে এ কথা বলেন ফখরুল।

বিএনপি নেতা বলেন, ‘জগতের সমস্ত অন্যায় অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে যেমন দেবী দুর্গা সংগ্রাম করেছেন, যুদ্ধ করেছেন, লড়াই করছেন এবং অসুরকে বধ করেছেন; তেমনিভাবে বাংলাদেশের সকল অন্যায় অত্যচারের যেন অবসান হয়, অসত্যের যেন পরাজয় হয় এবং শুভ বুদ্ধির ও সত্যের যেন জয় হয়।’

জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের বিষয়টি নিয়েও কথা বলেন ফখরুল। বলেন, ‘দেশে এখন গণতান্ত্রিক স্পেস ক্রমেই সংকুচিত হয়ে আসছে। এ অবস্থায় এদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য এবং এদেশের মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ও সমাজ ব্যবস্থা প্রবর্তন করার জন্য জাতীয় ঐক্য গঠন করা হয়েছে।’

‘আজকে হাজার হাজার ও লক্ষ লক্ষ বিরোধীদলীয় নেতা-কর্মী মিথ্যা মামলায় জর্জরিত। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। এ অবস্থায় ঐক্যজোটের পক্ষ থেকে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানানো হয়েছে।’

ভোটের আগে বেগম খালেদা জিয়ার মুক্তি, নির্বাচন কমিশনকে পুনর্গঠন, সেনা মোতায়েন, ভোটে ইভিএম ব্যবহার না করারও দাবি জানান ফখরুল।

এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, পৌর মেয়র মির্জা ফয়সাল আমীনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল আজ সারাদিন ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন পূজা ম-প পরিদর্শন ও  শুভেচ্ছা বিনিময় করবেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠজনরা।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031