লামায় সড়ক দুর্ঘটনায় এক জিপ চালক নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মোঃ জসিম উদ্দিন (২৮)। গতকাল শুক্রবার সকালে লামা–চকরিয়া সড়কের কুমারী এলাকায় যাত্রীবাহী জিপ ও পিকআপের মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত জসিম উদ্দিন উপজেলার রুসীপাড়া ইউনিয়নের পূর্ব শিলেরতুয়া গ্রামের রুস্তম আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নিহত জসিম উদ্দিন পেশায় একজন জিপ চালক। তার জিপ গাড়ীটি চকরিয়া রেখে সে লামায় নিজ বাড়ি আসে। শুক্রবার সকাল ৮ টার দিকে লামা হতে চকরিয়াগামী একটি জিপ গাড়ীর জানালার পাশে দাঁড়িয়ে চকরিয়ায় নিজ গাড়ীর নিকট যাচ্ছিল। গাড়ীটি সড়কের কুমারী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। দুইটি গাড়ীর চাপে পড়ে থেতলে গিয়ে দূরে ছিটকে পড়ে যায় জসিম।
এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লামা থানা উপ–পরিদর্শক (এসআই) জাহিদ নূর সড়ক দুর্ঘটনায় জিপ চালক মোঃ জসিম উদ্দিনের নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।