ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন এবং ১০দফা দাবিতে রাষ্ট্রপতি বরাবরে স্বারকলিপি দিয়েছে। এসব দাবিতে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ করেছেন তারা। পরে জেলা প্রশাসকের মাধ্যেমে রাষ্ট্রপতি বরাবর স্বারকলিপি দেন নেতাকর্মীরা।
রবিবার দুপুরে জেলার মিশনমোড় গোল চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়।
এতে দলটির লালমনিরহাট জেলা শাখা সভাপতি মাওলানা ইব্রাহিমের সভাপতিত্বে সহসভাপতি হাফেজ আজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিউল্লাহ মাহমুদি, সদর উপজেলা সভাপতি আবেদ আলী, সাধারণ সম্পাদক ক্বারী হাফেজ মোস্তফা, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি মোখছেদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
স্বারকলিপি পেশ করার পর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দোয়া অনুষ্ঠিত হয়।