বন্দরের ৩৮নং ওয়ার্ড কলসীদীঘি রোডস্থ যমযম ইকোনমিক ডেভেলপমেন্ট সোসাইটি (যেডস) এর ১০ বছর পূর্তিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে চট্টগ্রাম–১১আসনের এম.পি আলহাজ্ব এম.এ লতিফ প্রধান অতিথির বক্তব্যে বলেছন, আমি মাদক, জুয়া এবং সন্ত্রাসী নির্ভর রাজনীতি বিশ্বাস করি না। তাই আগামীতে দেশ, সমাজ, জাতির ভাগ্যোন্নয়নে ভূমিকা রাখতে হলে যেডস কর্মীদের মাদক ও সন্ত্রাস প্রতিরোধে এগিয়ে আসতে হবে। তিনি যেডস–এর অসহায় মানুষের মৃত্যুকালীন দাফন–কাফনের ব্যবস্থা, পরিষ্কার–পরিচ্ছন্নতায় সচেতনতা সৃষ্টি, গর্ভাবস্থায় প্রসূতি মহিলাদের সেবা ও চিকিৎসা প্রদান, শীতবস্ত্র বিতরণ এবং পবিত্র রমজানের সময় সেহেরী–ইফতার সামগ্রী প্রদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি এই কার্যক্রমে বিত্তশালীদের সহায়তার হাত বাড়াতে আহ্বান জানান।
এডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন–বাগেরহাট–৩এর সাংসদ এবং সাবেক ত্রাণ মন্ত্রী আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। তিনি বলেন, মালিক–শ্রমিক ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশ ও জাতির উন্নয়ন কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। যেডস যদি সকলের মতকে প্রাধান্য দিয়ে নিরাপদ ও দক্ষ মনোভাব নিয়ে কাজ করে তাহলে জনগণ তাদের দ্বারা উপকৃত হবেই। গতকাল শুক্রবার বিকেলে আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন– ৩৮নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোঃ চৌধুরী, সমাজসেবা অফিসার সার্কেল–২ এর অভিজিত সাহা, মুক্তিযোদ্ধা–মোঃ ইউনুছ, বন্দর জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ জাহিদুল ইসলাম, সমাজসেবক হাজ্বী জসিম সওদাগর, চেম্বার পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম। স্বাগত বক্তব্য রাখেন–যেডসের চেয়ারম্যান মহিউদ্দিন লাভলু। বক্তব্য রাখেন মোঃ হাসান, নির্বাহী পরিচালক–মীর সাইফুল ইসলাম, মোঃ লিটন, নুরুল ইসলাম, মোঃ আলমগীর হোসেন, মোঃ ফারুখ হোসেন, যুবনেতা জাহিদুল হাসান মিন্টু, ইকবাল আলী নুর, মোঃ হাসান উদ্দিন, ইমতিয়াজসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে সন্ধ্যায় চট্টগ্রামের খ্যাতনামা শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।