বিজিবি সদস্যরা টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ৩ কোটি ৯ লাখ টাকা মূল্যমানের ১ লাখ ৩ হাজার পিস পরিত্যক্ত ইয়াবা উদ্ধার করেছে। ২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন উপ–অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী জানান, শুক্রবার ভোরে তার নেতৃত্বে টেকনাফ সাবরাং নয়াপাড়া এলাকায় একটি পুকুরপাড়ে অভিযান চালিয়ে মালিক বিহীন ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করতে পারেনি বলে জানায় বিজিবি।
অপরদিকে, একইদিন শাহপরীরদ্বীপ বিওপির একটি টহলদল গোপন সংবাদে সীমান্ত এলাকায় অভিযানে গেলে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। এসময় মালিকবিহীন ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।