ত্রান মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ঘুর্ণিঝড় তিতলি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন । তিনি বলেন, সব জেলায় কন্ট্রোল রুম খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছে। সব কর্মকর্তার সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ঘুর্ণিঝড় তিতলির আঘাতে ১৯টি জেলা আক্রান্তের আশঙ্কা ছিল। ভারতে আঘাত হানার পর দুর্বল হয়ে পড়ছে ঘুর্ণিঝড়। বাংলাদেশের আর ভয়ের কোনো কারণ নেই। পরিস্থিতি বিবেচনায় স্থানীয় জনগণকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিতে বলা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ৫৬ হাজার ভলান্টিয়ার প্রস্তুত রাখা হয়েছে। তিতলি নিয়ে জনসাধারণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আবহাওয়ার তথ্য জেনে ঘর থেকে বের হতে হবে। তিনি বলেন, উপকূলীয় জেলাগুলোতে স্থাপন করা হয়েছে কন্ট্রোল রুম, মজুত রয়েছে পর্যাপ্ত খাদ্য।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |