আমরা ভোলাবাসী নামের একটি সেচ্ছাসেবী সংগঠন বজ্রপাত নিরোধের জন্য ভোলায় ব্যাতিক্রম ধর্মী উদ্যোগ গ্রহন করেছেন । ভোলার বিভিন্ন সড়কের পাশে লক্ষাধিক তাল গাছ লাগানোর সিদ্ধান্ত নেয় সংগঠনটি। তারই অংশ হিসেব গত শনিবার ভোলা পৌর আলগী ও গাজিপুর রোড আবাসিক এলাকায় ৩ হাজার তাল গাছের চারা রোপন করে তারা। পর্যায় ক্রমে এবছর আরও ১৬ হাজার তাল গাছের চারা রোপন করার প্রস্তুতি রয়েছে। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির আহবায়ক ফারুক সিকদার, যুগ্ম আহবায়ক সোলায়মান মামুন, মিজানুর রহমান, শেখ ফরিদ ও আব্দুল মতিনসহ ২ শতাধিক সেচ্ছাসেবী। উল্লেখ্য গত কয়েক বছরে ভোলায় বজ্রপাতে ব্যাপক মানুষের প্রাণহাণী ঘটেছে।