cmp-1চট্টগ্রাম, ০৬ মে : সাদা পোশাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে সাদা পোশাকে অভিযানে যাওয়ায় চট্টগ্রামের পাহাড়তলী থানার এক এসআইসহ তিন পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তারা হলেন- থানার এসআই চম্পক চক্রবর্ত্তী, এএসআই কাজল বড়ুয়া ও কনস্টেবল আব্দুল ওহিদ।

বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নির্দেশে তাদেরকে পাহাড়তলী থানা থেকে প্রত্যাহার করে উপ-কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয় বলে জানিয়ে ওসি রণজিৎ বড়ুয়া  বলেন, এই তিন পুলিশ সদস্য বিকালে একে খান গেইট এলাকায় এক মাদক ব্যবসায়ীকে ধরতে সাদা পোশাকে অভিযানে যান। এ সময় জাহেদ নামে এক মাদক ব্যবসায়ীকে ৬০ পিস ইয়াবাসহ তারা গ্রেপ্তার করেন।

জাহেদের বিরুদ্ধে পাহাড়তলী ও আকবর শাহ থানায় এর আগে দুটি মাদক মামলা হয় জানিয়ে ওসি রণজিৎ বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে সাদা পোশাকে অভিযানে যাওয়ায় তাদেরকে থানা প্রত্যাহার করে নগর পুলিশের পশ্চিম জোনের উপ-কমিশনার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031