ইসরায়েলী বাহিনী গাজাতে নতুন করে বিমান ও ট্যাঙ্ক হামলা শুরু করেছে। ইসরায়েলের ছোঁড়া ট্যাঙ্কের গোলার আঘাতে একজন ফিলিস্তিনি নারী নিহত আর বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
২০১৪ সালে ইসরায়েল ও ফিলিস্তিনিদের ভূখণ্ড গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র দল হামাসের মধ্যে সহিংস যুদ্ধ ছড়িয়ে পড়ে। যুদ্ধ চলেছিল ৫০ দিন পর্যন্ত। দুই বছর আগের ঐ সংঘর্ষের পর গাজাতে আবার শুরু হয়েছে ইসরায়েল ফিলিস্তিনি বড় ধরনের সংঘর্ষ।
গাজা ভূখণ্ড ৩১ মাইল দীর্ঘ এবং ৭ মাইল চওড়া। গাজা সীমান্তের কাছে গোপন সুড়ঙ্গ খুঁজে পাওয়ার পাওয়ার পর নতুন করে হামলা শুরু করে ইসরায়েলী বাহিনী। তারা দাবি করেছে, সুরঙ্গের কাছাকাছি তাদের সেনারা গেলেই অপর পাশ থেকে মর্টার হামলা চালায় হামাস।
গত বুধবার থেকে হামাস এবং অন্য জঙ্গি গোষ্ঠীগুলো ইসরায়েলের অন্তত ১০টি স্থানে মর্টার হামলা আর গুলি করেছে বলে দাবি করেছে ইসরায়েলী বাহিনী। মর্টারের পাল্টা জবাবেই ট্যাঙ্ক নিয়ে হামলার পাশাপাশি তিনবার বিমান হামলা চালিয়েছে তারা। গত দুই বছরে ইসরায়েল ও ফিলিস্তিনি ছোটখাট সহিংসতার ঘটনা ঘটলেও এই প্রথম বড় আকারের হামলা শুরু হলো।