ভর্তি পরীক্ষা শুরু হবে রবিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে। ছয়টি অনুষদের অধীনে ৩৪টি বিভাগ এবং তিনটি ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা আগামী ১০ অক্টোবর পর্যন্ত চলবে।
এবছর বিশ্ববিদ্যালয়ের মোট ১৮৮৯টি আসনের বিপরীতে তিন লাখ ছয় হাজার ২৭৪ জন ভর্তিচ্ছু প্রতিদ্বন্দ্বিতা করবেন। এতে প্রতি আসনের পেছনে ১৬২ জন ভর্তিচ্ছু লড়বেন।
ইতোমধ্যে ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (শিক্ষা) ও ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সচিব মো. আবু হাসান।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত যেকোন তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইট (www.ju-admission.org) থেকে জানা যাবে।