ঢাকা ৫মে: ভারতে এসেও বন্ধ নেই গেইলের ‘প্রেম-প্রেম’ খেলা। এবার টুইট পাল্টা টুইটে এই খেলাটা জমিয়ে তুলেছেন তিনি।
এক মেয়ে সম্প্রতি টুইট করে গেইলকে ডেটিংয়ের প্রস্তাব দেন। নাম তার আরোহী।
ক্রিস গেইল ডেটিংয়ের জন্য এক শর্তে রাজি হন। আর টুইট করে সেটা জানিয়ে দেন, ‘যেতে পারি, যদি বিলটা তুমি দাও।’
মেয়েটিও এবার ফের টুইট করে বলেন, ‘অবশ্যই আমি দেবো। কিন্তু একটি শর্ত আছে। তোমাকে আইপিএলের পরের ম্যাচটিতে সেঞ্চুরি করতে হবে।’
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ললনার সঙ্গে গেইলের টুইট-টুইট খেলা স্থগিত রয়েছে। কখন আবার শুরু হয় তা কে জানে!
এক মেয়ে সম্প্রতি টুইট করে গেইলকে ডেটিংয়ের প্রস্তাব দেন। নাম তার আরোহী।
ক্রিস গেইল ডেটিংয়ের জন্য এক শর্তে রাজি হন। আর টুইট করে সেটা জানিয়ে দেন, ‘যেতে পারি, যদি বিলটা তুমি দাও।’
মেয়েটিও এবার ফের টুইট করে বলেন, ‘অবশ্যই আমি দেবো। কিন্তু একটি শর্ত আছে। তোমাকে আইপিএলের পরের ম্যাচটিতে সেঞ্চুরি করতে হবে।’
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ললনার সঙ্গে গেইলের টুইট-টুইট খেলা স্থগিত রয়েছে। কখন আবার শুরু হয় তা কে জানে!
– See more at: http://www.dhakatimes24.com/2016/05/05/111887#sthash.rZpiv7MC.dpuf
: ভারতে এসেও বন্ধ নেই গেইলের ‘প্রেম-প্রেম’ খেলা। এবার টুইট পাল্টা টুইটে এই খেলাটা জমিয়ে তুলেছেন তিনি।
এক মেয়ে সম্প্রতি টুইট করে গেইলকে ডেটিংয়ের প্রস্তাব দেন। নাম তার আরোহী।
ক্রিস গেইল ডেটিংয়ের জন্য এক শর্তে রাজি হন। আর টুইট করে সেটা জানিয়ে দেন, ‘যেতে পারি, যদি বিলটা তুমি দাও।’
মেয়েটিও এবার ফের টুইট করে বলেন, ‘অবশ্যই আমি দেবো। কিন্তু একটি শর্ত আছে। তোমাকে আইপিএলের পরের ম্যাচটিতে সেঞ্চুরি করতে হবে।’
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ললনার সঙ্গে গেইলের টুইট-টুইট খেলা স্থগিত রয়েছে। কখন আবার শুরু হয় তা কে জানে!
(ঢাকাটাইমস/৫মে/এএম)