tara_111826ঢাকা ৫ মে: আপনার চোখই হয়ে উঠবে ক্যামেরা। ফলে আলাদাভাবে ক্যামেরা বইতে হবে না। এই ক্যামেরা  কনট্যাক্ট লেন্সের মতো পরে ফেলা যাবে।  চোখের পলক ফেললেই উঠবে ছবি ও ভিডিও।
এই গোপন ও  ছোট্ট ক্যামেরাটি উদ্ভাবন করেতে যাচ্ছে জাপানের একটি প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান। ক্যামেরাটির নাম ‘স্মার্ট লেন্স’। এটি এখনও বাজারে আসেনি।
ক্যামেরাটির তৈরির পেটেন্ট পেয়েছে প্রস্তুতকারী সংস্থা।
এই লেন্স চোখে পরে নিলে যেদিকে তাকাবেন, যা দেখবেন, সবই রেকর্ড হয়ে যাবে।
শুধু ভিডিও-ই নয়, এতে স্টিল ছবিও তোলা যাবে বলে সংস্থাটির দাবি। এমনকী প্রয়োজনে পরে থাকা অবস্থাতেই সেই সব ভিডিও বা ছবি চালিয়ে দেখে নেওয়া যাবে।
কেন এই লেন্সকে ‘‘স্মার্ট লেন্স’’ বলা হচ্ছে? চোখের পলন কীভাবে পড়ছে, তা বুঝে নিয়ে কাজ করবে এই লেন্স। স্বাভাবিক পলক এবং মেকি পলকের পার্থক্য করে নেবে নিজেই। সেইমতো কাজ করতে থাকবে সকলের অলক্ষ্যে।
স্বাভাবিকভাবেই এই জিনিস বাজারে এলে ব্যক্তিগত এবং গোপনীয় ব্যাপার বলে আর বিশেষ কিছু থাকবে না বলে মনে করা হচ্ছে। কেননা, উপরে উপরে দেখে এই জিনিস চেনা অত্যন্ত কঠিন, প্রায় অসম্ভব।
যে চোখের দিকে তাকিয়ে রয়েছেন ভালবাসায়, সেই চোখই আপনার অন্তরঙ্গ ছবি তুলে নিচ্ছে! এর থেকে ভয়ঙ্কর পরিস্থিতি আর কী-ই বা হতে পারে?
Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031